কোন কোন প্রাণীর ঝুটা মাকরূহ

কোন কোন প্রাণীর ঝুটা মাকরূহ - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ কোন কোন প্রাণীর ঝুটা মাকরূহ?

উত্তরঃ ছাড়া মুরগী, যেটি এদিক সেদিক ঘুরে ফিরে নাপাক বস্তু খায়, বিড়াল ও যে সকল পাখি শিকার করে খায় যেমনঃ শিকরা, বাজ, চিল এগুলাের ঝুটা মাকরূহ। তেমনিভাবে যে সব প্রাণী ঘরে থাকে যেমন সাপ, বিচ্ছু, ইঁদুর, টিকটিকি ইত্যাদির ঝুটা মাকরূহ। 

উত্তর প্রদানে: মুফতী মাহবুবুর রহমান
মুদারিরস, জামিআতুল উলূমিল ইসলামিয়া, গাজীপুর ঢাকা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন