গােসলের সুন্নাত কয়টি ও কী কী

গােসলের সুন্নত কয়টি ও কী কী - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ গােসলের সুন্নাত কয়টি ও কী কী?

উত্তরঃ গােসলের সুন্নাত বারটি, যথাঃ

১। ফরয গােসলের পূর্বে ইস্তিঞ্জা করা।
২। গােসলের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করা।
৩। উভয় হাত কব্জিসহ ধােয়া। 
৪। শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধােয়া। 
৫। গােপ্তাঙ্গ ধৌত করা। 
৬। অজু করা। 
৭। প্রথমে মাথায় পানি ঢালা।
৮। এরপর ডান কাঁধে। 
৯। অতঃপর বাম কাঁধে। 
১০। অবশিষ্ট শরীর ভিজানাে। 
১১। সারা শরীর তিনবার ধৌত করা। 
১২। শরীর ঘষে-মেজে ধৌত করা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন