Skip to content Skip to sidebar Skip to footer

ফরজ কাকে বলে? ফরজ কয় প্রকার ও কি কি

ফরয কাকে বলে ও তা কত প্রকার? এবং তার হুকুম কী? - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ ফরয কাকে বলে? ফরজ কয় প্রকার ও কি কি?


উত্তরঃ অকাট্য দলীল প্রমাণাদি দ্বারা প্রমাণিত বিধানকে ফরয/ফরজ বলা হয়। অর্থাৎ যা আল্লাহর নির্দেশিত পালনীয় আমল হবার বিষয়ে বিন্দু পরিমাণ কোন সন্দেহ না থাকে। সেটি ফরজ। ফরজ দুই প্রকার। যথাঃ- 

ক. ফরযে আইন: ফরযে আইন বলা হয় এরূপ বিধানকে, যা করা প্রত্যেকের জন্য আবশ্যক।
যেমন: পাঁচ ওয়াক্তের নামায, রমযানের রােযা ও যাকাত ইত্যাদি।

খ. ফরযে কিফায়াহ: ফরযে কিফায়া এরূপ বিধানকে বলে, যা করা প্রত্যেকের জন্য আবশ্যক নয়। কিছু লােক পালন করার দ্বারা সকলেই এ দায়িত্ব থেকে মুক্ত হতে পারে। আর যদি কেউ পালন না করে তাহলে সকলেই গােনাহগার হবে।
যেমন: জানাযার নামায।

৪টি মন্তব্য করা হয়েছে।