Skip to content Skip to sidebar Skip to footer

মুসাফিরের মোজা মাসেহের মুদ্দত কত দিন

মােজার উপর মাসাহ করার সময়সীমা কত দিন - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ মােজার উপর মাসাহ করার সময়সীমা কত দিন?

উত্তরঃ মােজার উপর মাসাহ করার সময়সীমা মুকিমের জন্য এক দিন এক রাত, মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। যে অজু করার পর মােজা পড়া হয়েছে সে অজু ভঙ্গ হওয়ার পর থেকে এক দিন এক রাত বা তিন দিন তিন রাত হিসাব ধরা হবে, মােজা পরিধান করার সময় থেকে ধরা হবে না।

উত্তর প্রদানে: মুফতী মাহবুবুর রহমান
মুদারিরস, জামিআতুল উলূমিল ইসলামিয়া, গাজীপুর ঢাকা।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :