Skip to content Skip to sidebar Skip to footer

উসামা বিন লাদেন এর ছোটবেলার স্বপ্ন

উসামা বিন লাদেন | ইসলামিক গল্প | ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্প থেকে শিক্ষা | মেয়েদের ইসলামিক গল্প | স্বামী স্ত্রীর রােমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী | ছােটদের ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী pdf | ইসলামিক গল্পের লিংক | শিশুদের ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্পের বই | ছােটদের ইসলামিক গল্পের বই pdf | Bongotweet.com

১৯৬৬ খ্রিষ্টাব্দ। ফজরের পূর্বমুহূর্ত। বিত্তশালী পরিবারের এক আরব-শিশু ব্যতিব্যস্ত হয়ে ঘুম থেকে জাগিয়ে তােলে তার পিতাকে। অতঃপর বলে -

-আব্বাজান আমি একটি স্বপ্ন দেখেছি।

পিতা ভাবছিলেন ছেলে হয়তাে ভয়ংকর কোনাে স্বপ্ন দেখেছে। তাই অজু করে তাকে নিয়ে মসজিদের রাস্তা ধরেন। পথে ছেলে তার পিতাকে বলে, আব্বা, আমি স্বপ্ন দেখি এক প্রশস্ত ময়দানে দাঁড়িয়ে আছি। আচমকা সাদা অশ্বারােহী একটি বাহিনী আমার দিকে এগিয়ে আসছে। সে বাহিনীর জ্বলজ্বলে চোখের অধিকারী জনৈক অশ্বারােহী আমার সামনে এসে জিজ্ঞেস করেন, 'তুমি কি উসামা বিন লাদেন?' আমি বলি, 'হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, 'তুমি কি উসামা বিন লাদেন? এবারও আমি 'হ্যাঁ বলি। অশ্বারােহী ফের প্রশ্ন করেন, 'তুমি কি উসামা বিন লাদেন?' উত্তরে আমি বলি, 'হ্যাঁ, আল্লাহর শপথ! আমিই উসামা বিন লাদেন। অতঃপর তিনি আমার দিকে একটি পতাকা বাড়িয়ে ধরে বলেন, 'পতাকাটি মসজিদে আকসার দরজায়, ইমাম মাহদি মুহাম্মাদ বিন আবদুল্লাহকে দেবে। আমি পতাকাটি হাতে নিই। অতঃপর দেখতে পাই সে বাহিনী আমার পেছন পেছন যাত্রা শুরু করছে।

পিতা স্বপ্নবৃত্তান্ত শুনে চিন্তিত হয়ে পড়েন। পরে ব্যস্ততার দরুন তিনি স্বপ্নের কথা ভুলে যান। পরদিন ভােরে সে পিতাকে জাগিয়ে একই স্বপ্ন শোনায়। তৃতীয় দিনও সে একই স্বপ্নবৃত্তান্ত খুলে বলে। পিতা বেশ চিন্তিত হয়ে পড়েন। অবশেষে স্বপ্নের ব্যাখ্যা জানতে তাকে নিয়ে জনৈক আলিমের কাছে চলে যান।

আলিম স্বপ্নের বিবরণ শুনে শিশুটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার পিতাকে জিজ্ঞেস করেন, 'এ শিশুটিই কি স্বপ্ন দেখেছে?' তিনি বলেন, 'হ্যাঁ।' এবার আলিম তাকে জিজ্ঞেস করেন, 'বেটা, সাদা অশ্বারােহী তােমাকে যে পতাকা দিয়েছিল সেই পতাকার স্বরূপ কী?' সে বলে, স্মরণ আছে।' এবার আলিম তাকে জিজ্ঞেস করেন, পতাকাটি কেমন ছিল?' বালক বলে, পতাকাটি সৌদিআরবের পতাকার মতােই ছিল, তবে তার রং সবুজ ছিল না, ছিল কৃষ্ণবর্ণের। আলিম জিজ্ঞেস করেন, 'তুমি কখনাে স্বপ্নে নিজেকে লড়াই করতে দেখেছ?' উত্তরে সে বলে, 'জি, প্রায়ই এমন স্বপ্ন দেখি। এবার আলিম তাকে বাইরে যেতে বলে তার পিতার দিকে মনােযােগী হয়ে জিজ্ঞেস করেন, 'আপনাদের পূর্বপুরুষ কোথায় বসবাস করতেন?' তিনি বলেন, আমরা ইয়ামেনের হাজরামাওত অঞ্চলের অধিবাসী ছিলাম। আলিম বলেন, আপনাদের গােক্রের ব্যাপারে বলুন। তিনি বলেন, 'আমরা ইয়ামেনের শানুআহ গােত্রভুক্ত; আর শানুআহ হচ্ছে কাহতান গােত্রের শাখাগােত্র।

আলিম তখন জোরে তাকবির-ধ্বনি দিয়ে শিশুটিকে ডেকে আনেন। তারপর তার কপালে চুমু খেয়ে বলেন, 'কিয়ামতের আলামতসমূহ নিকটবর্তী হয়েছে। হে মুহাম্মাদ বিন লাদেন, আপনার এই ছেলে ইমাম মাহদির জন্য সেনাবাহিনী প্রস্তুত করবে এবং নিজের দীনের হিফাজতের জন্য খােরাসান-ভূমিতে হিজরত করবে। সৌভাগ্য তাঁদের, যারা তার সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করবে। হতভাগা তারা, যারা তাকে ছেড়ে দেবে এবং তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে।

২টি মন্তব্য করা হয়েছে।

  1. রেফারেন্স কি?
    গুজব ছড়ানোর উদ্দেশ্যে কেউ এটা বানিয়েও বলতে পারে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. রেফারেন্স ছাড়া কোন কিছু প্রচার করা মিথ্যার শামিল।

      মুছুন